প্রতিষ্ঠানের ইতিহাস

কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়টি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যেটি ১৯৭৩ইং সনেটবগী ইউনিয়নের প্রাণকেন্দ্র মনিরাম এলাকায় স্থানীয় জনগনের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগীতায় স্থাপিত হয়। তৎকালীন কাচিয়া টবগী ইউনিয়নের নামে বিদ্যালয়টির নামকরণ করে কাচিয়া টবগী নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় রাখা হয়। পরবর্তীতে ০১/০১/১৯৮৬খ্রিঃ থেকে নবম শ্রেণীতে পাঠদানের অনুমতি এবং ০১/০১/১৯৮৯খ্রিঃ থেকে পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।